1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা - সংবাদ এইসময়
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে।

উজবেকিস্তানের সামারখান্দে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি।

তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।

তিনি বৈশ্বিক সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিক মূল্যবোধ ও সহমর্মিতার চেতনা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে খন্দকার এম তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্ব বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

তিনি মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের অবদানকেও স্মরণ করেন।

সাধারণ সম্মেলনের সাবেক সভাপতি রাষ্ট্রদূত সিমোনা বলেন, রাষ্ট্রদূত তালহার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইউনেস্কো ও বৈশ্বিক সম্প্রদায়কে নতুন দিকনির্দেশনা দেবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার এম তালহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।

উল্লেখ্য, ৪০ বছর পর এবারই প্রথম ইউনেস্কোর সাধারণ সম্মেলন সদর দপ্তর প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট