1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জকসুতে প্রার্থী হচ্ছেন আলোচিত সেই খাদিজা - সংবাদ এইসময়
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

জকসুতে প্রার্থী হচ্ছেন আলোচিত সেই খাদিজা

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সাকেরুল ইসলাম, জবি

জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাইবার নিরাপত্তা আইনের মামলায় ১৫ মাস কারাভোগ করা জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

শুক্রবার রাতে যুগান্তরকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো প্যানেল থেকে প্রার্থী হবেন, নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি। তবে বিভিন্ন দল ও প্যানেল তাকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব করছে বলে জানান।

খাদিজাতুল কুবরা বলেন, বিভিন্ন দল ও প্যানেল আমাকে তাদের প্যানেলে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব করছে। আমি এখনো কাউকে নিশ্চয়তা দেইনি। প্রথমে এসব প্যানেলের সঙ্গে আমি কথা বলছি। বোঝার চেষ্টা করছি, তাদের কী লক্ষ্য-উদ্দেশ্য। যাদের সঙ্গে আমার ম্যান্ডেট মিলে যাবে, তাদের প্যানেলেই যাব।

ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করার বিষয়ে গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে খাদিজাতুল কুবরা বলেন, আমি এখনো সিদ্ধান্ত নেইনি। তবে তাদের সঙ্গেও কথা হয়েছে। আমি পরে বিবেচনা করে সিদ্ধান্ত নেব। খুব দ্রুত আমি নিজের সিদ্ধান্তের কথা জানাব।

নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান ও চিকিৎসাসেবার নিশ্চয়তা ও একাডেমিক মানোন্নয়নে গুরুত্ব দেবেন বলে জানান জবির এই আলোচিত শিক্ষার্থী। তিনি বলেন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, বৃত্তি সুবিধা নিশ্চিতকরণ, হল ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নে চেষ্টা করব। ইতোমধ্যে আমি কিছু প্রাইভেট মেডিকেল কলেজের সঙ্গে কথা বলেছি। যাতে সেখানে তারা কম খরচে মেডিকেল টেস্ট করাতে পারে। তাছাড়া পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশ, পড়াশোনার চাপ ও আর্থিক অনটনে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।

দীর্ঘ ১৫ মাস জেলজীবনের স্মৃতিচারণ করে খাদিজাতুল কুবরা বলেন, আমি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে কারাভোগ করেছি। আমি একজন মজলুম ব্যক্তি। তাই আমি নির্বাচিত হলে মজলুমের পক্ষে কাজ করব। কেউ শিক্ষক বা সিনিয়র দ্বারা মুখ খুলতে (মতপ্রকাশ) বাধাগ্রস্ত হয়ে থাকে, আমি তার পক্ষে থাকব। কোনো শিক্ষকের বিরুদ্ধে কথা বললে নম্বর কমিয়ে দেবে, এই ভয়ের সংস্কৃতি ভাঙার চেষ্টা করব। আমার ভাই বা বোন হোক, তাদের যে কোনো সমস্যায় যে কোনো সময় আমাকে পাশে পাবে।

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ছাত্রদলের প্যানেল থেকে আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরার প্রার্থী হওয়ার গুঞ্জন বিষয়ে শাখা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমরা একটি ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করছি। তবে কে বা কারা প্যানেলে থাকবে, এখনই তা ঘোষণা করছি না।

২০২০ সালের অক্টোবরে অনলাইনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। একটি ইউটিউব চ্যানেলে অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের সঙ্গে লাইভে হোস্ট হিসাবে বক্তব্য দেওয়ার জেরে এই মামলা করা হয় খাদিজার বিরুদ্ধে। এ মামলায় প্রায় ১৫ মাস কারাভোগ করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট