সেমন্তী সৌমি ছবি : সংগৃহীত
ভেবে দেখলাম, একই ধরনের গল্পে কাজ করছি, ঘুরেফিরে সহশিল্পীও এক। একঘেয়েমি লাগছিল। তাই একটু অবসর নিয়েছিলাম
ধারাবাহিক নাটকে আপনাকে দেখা যায় না। ‘পারিবারিক নির্বাচন’ করলেন কেন?
বলতে পারেন সম্পর্কের খাতিরে।
এটি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের প্রোডাকশন থেকে নির্মিত হচ্ছে। পরিচালনায় মহিন খান। তাঁর সঙ্গেও আমি অনেক নাটক করেছি। ফলে রাজ ভাই ও মহিন ভাই যখন ‘পারিবারিক নির্বাচন’ করার কথা বললেন রাজি না হয়ে পারিনি।
এটাকে অবশ্য ধারাবাহিক বলবেন কি না সেটাও ভাবতে হবে। মাত্র সাত পর্বের শুটিং করেছি। তা-ও বেশ আগেই। এরপর কিন্তু শুটিং করিনি।
এখন তো ধারাবাহিক বলতে ১০০ পর্বের বেশি ধরা হয়। কোনো কোনো ক্ষেত্রে হাজার পর্বও পার হয়।
ধারাবাহিকটির গল্প কেমন?
পরিবারের দুই বউকে নিয়ে গল্প। পাণ্ডুলিপি পড়ে খুব ভালো লেগেছিল। দুই বউয়ের মধ্যকার বিভিন্ন ঝামেলা নিয়ে প্লট এগোলেও সমাজের প্রতি কিছু বার্তাও আছে।
একটা সংসারে কিভাবে অশান্তি আসে, কিভাবে তার সমাধান করা যায়, সেটাও দেখা যাবে এতে।
অনেক দিন কোনো একক নাটকে আপনাকে পাওয়া যাচ্ছে না…
গত বছরের শেষের দিকে সিদ্ধান্ত নিয়েছিলাম একক নাটক কমিয়ে দেব। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার কারণে নাটকে আমাকে পাওয়া যাচ্ছে না। আসলে ভেবে দেখলাম, একই ধরনের গল্পে কাজ করছি, ঘুরেফিরে সহশিল্পীও এক। একঘেয়েমি লাগছিল। তাই একটু অবসর নিয়েছিলাম। আগে মাসে ২৫ দিন শুটিং করলে এখন করছি ১০ দিন। তবে সামনে সিজন—ঈদের নাটক, ভালোবাসা দিবসের নাটক নির্মিত হবে। সব ঠিক থাকলে বিশেষ দিবসের নাটকগুলোতে আমাকে পাওয়া যাবে।
শুটিং কম করেছেন মানে মোটামুটি অবসর পেয়েছেন। সময়টা কিভাবে কাটিয়েছেন?
বই পড়েছি, সিরিজ দেখেছি। কিছু মুভিও দেখা হয়েছে। তা ছাড়া পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেও আড্ডা দিয়েছি। মাঝখানে তো নিজের বলতে কোনো সময়ই ছিল না। এবার নিজেকে একটু সময় দিলাম। মাঝখানে কিছুটা অসুস্থও ছিলাম। তখন বিশ্রাম নিয়েছি। জানি, মাসখানেকের মধ্যে আগের মতো ব্যস্ত হয়ে পড়ব। তখন তো আর অবসর পাব না।
শেখ সাদীর গানচিত্র মানেই আপনি! তাঁর সঙ্গে রসায়নটা কিভাবে গড়ে উঠল?
একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কের শুরু। এখন আমরা খুব ভালো বন্ধু। সে গান বানালে আগে আমাকে শোনায়। অনেক সময় গান বানানোর আগেও কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি। এর মধ্যে দুজন শ্রীলঙ্কায় গিয়ে কয়েকটি গানচিত্র করে এসেছি। একটি গানচিত্র তো প্রকাশও হয়েছে। সাদী বলে, আমাদের দুজনের পর্দা রসায়ন শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করে। আমিও সাদীর গানের ভক্ত। আগামী দিনে আমাদের বেশ কিছু গান আসবে।
সেপ্টেম্বরে হইচইয়ে ‘আকা’ মুক্তি পেয়েছিল। সিরিজটি করে কেমন সাড়া পেয়েছেন?
ভিকি জাহেদ ভাইয়ের কাজ সম্পর্কে সবাই জানেন। তিনি মনস্তাত্ত্বিক থ্রিলার বানাতে সিদ্ধহস্ত। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দর্শকও সিরিজটি দেখেছে। আমি কলকাতার মেয়ে। ফলে সেখানকার দর্শকও আমাকে ফোন দিয়েছে। যতটা আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। এই সিরিজে আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, আজিজুল হাকিম, শাহেদ আলীর মতো অভিনেতারা ছিলেন। তাঁদের পাশাপাশি আমার প্রতি দর্শকের নজর পড়েছে, এটা তো বড় ব্যাপার।
ওটিটি প্ল্যাটফর্মে আর কিছু করছেন?
আরেকটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছি। কিন্তু নাম ও সহশিল্পীদের কথা বলতে পারব না। ‘আকা’ করার সময়ও কিন্তু বলিনি। বলা বারণ থাকে। বলে রাখছি, ‘আকা’র মতোই একটা দারুণ প্রোডাকশনে আমাকে পাওয়া যাবে। সিরিজটি এ বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলচ্চিত্র করবেন?
প্রস্তাব তো পাচ্ছি নিয়মিত। তবে যে ধরনের ছবি করতে চাই তা পাচ্ছি না। আরো অপেক্ষায় থাকতে হবে। যদি ব্যাটে-বলে মিলে যায় তাহলে করব।