1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার - সংবাদ এইসময়
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী অক্টোবর মাসে প্রবাসীরা ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ০৩ শতাংশ বেশি। গত বছরের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলেছেন, এখনও রেমিট্যান্স আয়ের ধারাবাহিকতা রয়েছে। এ ধারাবাহিকতা থাকার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। পাশাপাশি মুদ্রাবাজারে ডলারের ওপর চাপও কমছে। অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে প্রবাসী আয় পাঠানোকে উৎসাহিত করতে সরকারের দেওয়া নানা প্রণোদনা প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

গত মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ সর্বোচ্চ ৫৯ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স পেয়েছে। তার পরে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পেয়েছে ২৬ কোটি ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে ২৪ কোটি ডলার, ব্র্যাক ব্যাংক পেয়েছে ১৭ কোটি ৭১ লাখ ডলার এবং ট্রাস্ট ব্যাংক পেয়েছে ১৫ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৩০ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল, যা এর আগের ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে ৬ বিলিয়ন বা ২৭ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এসেছে। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলারের আয় এসেছিল।

প্রবাসী আয়ের প্রবাহ ভালো থাকায় বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে আবার ৩২ দশমিক ১৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী তা দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট