সংবাদ এই সময় প্রতিবেদক
তানজিন তিশা ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সবসময়ই ভক্তদের চমকে দেন নতুন লুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার সাম্প্রতিক একটি ছবিও এখন আলোচনায়। সবুজ ঘাসে ভরা বাগানের মাঝে হালকা গোলাপি পোশাকে, হাতে হালকা ভঙ্গিমায় তিশা যেন রূপকথার রাজকন্যা।
ছবিটিতে তাকে দেখা গেছে অফ-শোল্ডার গাউন পরা রোমান্টিক আভায়, চুল বাঁধা পরিপাটি করে। চারপাশে ফুটন্ত গোলাপি ফুল, আর পেছনে মিষ্টি রোদ্দুর—সব মিলিয়ে ছবিটি যেন এক শান্ত সৌন্দর্যের প্রতিচ্ছবি।
তিশা শুধু নাটক বা বিজ্ঞাপনে নয়, ফ্যাশন ও ফটোশুটেও সমানভাবে সমাদৃত। নিজের স্টাইল ও উপস্থিতি দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন, পর্দার বাইরেও তার উপস্থিতি সবসময়ই দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।