রংবেরং প্রতিবেদক
দুই বছর ধরে গানে অনিয়মিত ফাতেমা- তুজ-জোহরা ঐশী। অনেক দিন ধরেই বলে আসছিলেন নতুন গান প্রকাশ করবেন। অবশেষে কথা রাখলেন। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে ‘কালা রে’ শিরোনামে একটি গান পরিবেশন করেছেন।
অমল পাল বাউলের কথা ও সুরে গানটির মিক্স-মাস্টারিং করেছেন ইফতি খায়রুল আলম শুভ। ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঐশীর স্বামী আরেফিন জিলানী। ঐশী বলেন, ‘এটা লাইভ গান সিজন ১-এর প্রথম গান। আমরা লাইভ গেয়েছি, বাজিয়েছি ও ভিডিও ধারণ করেছি।