1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পেঁয়াজে ফের সিন্ডিকেটের থাবা প্রশাসনের নীরবতা অগ্রহণযোগ্য - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম সবার দোয়া ও ভালবাসায় অভিনয় করে এগিয়ে যেতে চাই : অভিনেতা ইমরান হাসো

পেঁয়াজে ফের সিন্ডিকেটের থাবা প্রশাসনের নীরবতা অগ্রহণযোগ্য

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

পেঁয়াজ নিয়ে বাজারে যে নোংরা খেলা চলছে, তা আর শুধু অস্থিরতার পর্যায়ে নেই, এটি এখন মুনাফালোভী সিন্ডিকেটের নির্লজ্জ কারসাজিতে পরিণত হয়েছে। শুক্রবার যুগান্তরের খবরে উঠে এসেছে, দেশের মাটিতে যখন নতুন পেঁয়াজের জন্য ঘামে ভেজা দেহে কৃষক অপেক্ষা করছেন, ঠিক তখনই অসাধু সিন্ডিকেট অতি মুনাফার লোভে ফের কারসাজি শুরু করে দিয়েছে। জানা গেছে, মৌসুম শুরুর আগেই বাজারের দখল নিতে আমদানির ফাঁদ পেতেছে সেই চক্র। আড়তদার, কমিশন এজেন্ট ও দাদন ব্যবসায়ীদের এ চক্র পেঁয়াজ মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কারণ একটাই-দেশে ভালো উৎপাদন হলেও কৃত্রিম সংকট তৈরি করে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা।

পরিতাপের বিষয়, এই চক্রের নোংরা খেলায় ভোক্তা তো বটেই, দেশের অন্নদাতা কৃষক ক্ষতির মুখে পড়লেও এদের বিষয়ে প্রশাসন বরাবরের মতোই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সামগ্রিক বাজার ব্যবস্থার কদর্য চিত্র তখনই উঠে আসে, যখন পরিকল্পিতভাবে মাত্র এক সপ্তাহে পেঁয়াজের দাম খুচরা বাজারে কেজিপ্রতি ৭০-৮০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৪০ টাকায় পৌঁছে যায়। যেখানে কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে এবং নতুন গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসছে, সেখানে ব্যবসায়ীদের আমদানির জন্য মরিয়া হয়ে ওঠা প্রমাণ করে, তাদের লক্ষ্য সরবরাহ নিশ্চিত করা নয়, বরং কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে কৃষকের ন্যায্য অধিকার ও ভোক্তার স্বস্তি কেড়ে নেওয়া।

বলা বাহুল্য, প্রতিবছর এ চক্রই কম দামে কৃষকের কাছ থেকে ফসল হাতিয়ে নেয় এবং পরে আকাশছোঁয়া দামে বিক্রি করে। বছর বছর কারসাজির কারণে পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর মেনে নেওয়া যায় না। সরকার যদি এখনই আমদানি বন্ধ করে অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে শুধু কৃষকই পথে বসবে না, বাজারব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়বে। সময় এসেছে মুখে কুলুপ এঁটে না থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার। আমরা মনে করি, শুধু অযৌক্তিক আইপি আবেদন বাতিল করাই যথেষ্ট নয়, বাজারে নজরদারি বাড়িয়ে প্রতিটি স্তরে মূল্যবৃদ্ধির কারসাজির মূল কারণ খুঁজে বের করে কারসাজির নেপথ্যে যারা রয়েছে, তাদের আইনের আওতায় আনা জরুরি। কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কঠোর নীতি গ্রহণ ও তার বাস্তবায়নই পারে বাজারে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে দেশকে মুক্ত করতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট