হিলি( দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম ফোরকানিয়া মাদরাসা ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত। সাত দশকের ইতিহাস নিয়ে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানটি বর্তমানে অর্থসংকট ও জরাজীর্ণ ভবনের কারণে মারাত্মক সংকটে রয়েছে।
মাদরাসার ভবনগুলো ভেঙে ধসের আশঙ্কা সৃষ্টি করেছে। শিক্ষকরা মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এই অবস্থায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে। স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘ভাঙা দেয়াল, ফাটল ধরা ঘরে পড়াশোনা করা যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তবে গ্রামের অনেক গরিব পরিবারের ছেলে-মেয়েরা এখানে শিক্ষা নিচ্ছে। তাই সবাই মিলে সহযোগিতা করলে মাদ্রাসাটি আবারো টিকে থাকতে পারবে।
’ শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ভাঙা ঘর আর নড়বড়ে দেয়ালে ক্লাস করতে ভয় লাগে। তবুও পড়াশোনা বন্ধ করি না। দ্রুত ভবন মেরামত এবং শিক্ষকদের বেতন নিশ্চিত হলে আমরা ভালোভাবে পড়তে পারব।’
মাদরাসার প্রধান শিক্ষক সামছুজ্জামান বলেন, ‘মাটির ভবনগুলো ফেটে গেছে, যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
নতুন ভবন নির্মাণ ও শিক্ষকদের নিয়মিত বেতন নিশ্চিত করা খুব জরুরি। উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।’ মাদরাসার সভাপতি কাশেম আলী বলেন, ‘অবস্থা এতই খারাপ যে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ভবনে প্রবেশ করেন। নতুন ভবন ছাড়া উপায় নেই।’
বোয়ালদাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাজমুল হক বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সক্ষম মানুষদের সহযোগিতা মাদরাসার সংকট অনেকটা কমাতে পারবে।’
৭০ বছরের ঐতিহ্য বহন করা বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা আজ টিকে থাকার সংগ্রামে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এটি আবারো বাঁচবে।