1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচন বিলম্বের কোনো কারণ নেই : আসিফ নজরুল - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্ত হচ্ছে ইরান, বিশ্ববাজারে কমলো তেলের দাম নারীর সাজে কেন এত বিধিনিষেধ? হিমির কণ্ঠে প্রতিবাদ শ্রীলঙ্কায় গৃ/হযুদ্ধে যৌ/ন স/হিংসতা চালানো হয়েছে: জাতিসংঘ পবিত্র শবে মেরাজ আজ মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল

নির্বাচন বিলম্বের কোনো কারণ নেই : আসিফ নজরুল

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় প্রতিবেদক।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ বা ইস্যু নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৯ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে নানা মন্তব্য করছে। তাদের কিছু বক্তব্য আংশিক সত্য হলেও সেগুলো অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

তিনি আরও বলেন, গত ১৬-১৭ বছর নির্বাচন হয়নি। এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মনে থাকা স্বাভাবিক। তবে এ দেশে প্রায় ৫ কোটি মানুষ কখনও ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার সেই সুযোগ আসছে। জনগণ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তাদের মাঝে নির্বাচনী উৎসাহ ইতিমধ্যে তৈরি হয়েছে।

বিচারব্যবস্থায় জামিন প্রদানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টের ওপরও অনেক কিছু নির্ভর করে। ভিডিও ফুটেজে অপরাধ প্রমাণিত হলে ব্যতিক্রম ঘটে, তবে যেখানে জামিন পাওয়ার যোগ্যতা রয়েছে, সেখানে জামিন প্রাপ্য।

তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে জড়িত হতে পারে, দেশের আইনশৃঙ্খলা নষ্ট করতে পারে বা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তৎপরতা চালাতে পারে এমন ব্যক্তিদের অতিরিক্ত জামিন মিলে গেলে তা নিয়ে উদ্বেগের কারণ থাকে।

বিচারব্যবস্থার গতি বাড়াতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে। এতে আদালতের মামলার চাপ অনেকটা কমবে। আদালত সংস্কারে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, যার সুফল অচিরেই জনগণ পাবে।

আইন উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকার সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হয় সেই লক্ষ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসিফ নজরুলের এই মন্তব্য সরকারপক্ষের একটি স্পষ্ট বার্তা নির্বাচন কোনোভাবেই বিলম্বিত হচ্ছে না, বরং নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট