মাহবুব হাসান ঝালকাঠি থেকে
ঝালকাঠি সদর উপজেলার
চারুখান মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ‘সততা দোকান’ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর ১টায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মু আল আমীন বাকলাই, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাচিলাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মোসলেম আলী শিকদার, তারুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক স্কুল পরিদর্শক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শতাধিক শিক্ষার্থী।
জানা যায়, দুর্নীতি দমন কমিশনের ২১ হাজার টাকা অর্থায়নে চারুখান মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা দোকান’ স্থাপন করা হয়েছে। দোকানে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যে পণ্য কিনে বাক্সে টাকা জমা দেবেন এবং খাতায় লেনদেন লিখবেন। এখানে পাওয়া যাবে শিক্ষাসামগ্রী, হালকা নাস্তা ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল জব্বার বলেন, “শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকেই সততার চর্চা গড়ে তুলতে দুদকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।
সভাপতি ফারহানা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণে দোকানটি বজায় রাখতে একজন শিক্ষককে নিয়মিত হিসাব-নিকাশ তদারকি করতে হবে।”
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার জানান, ঝালকাঠিতে ইতোমধ্যে দুইটি বিদ্যালয়ে সততা দোকান চালু করা হয়েছে—একটি কালেক্টরেট স্কুলে, আরেকটি চারুখানে। তিনি আশা প্রকাশ করেন, এই দোকানগুলো সততার উদাহরণ তৈরি করবে।