বিনোদন প্রতিবেদক
ছবি: সংগৃহীত
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ইতোমধ্যেই দক্ষ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। তবে বিয়ের পর বেশ কিছুদিন তাকে পর্দায় দেখা যাচ্ছে না। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের ভালো লাগার বিষয়গুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি ফেসবুকে এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না যাকে ছোট করার চেষ্টা করেন, সে ছোট হয়; না কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়। কোনও মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মনমানসিকতা ও সুশিক্ষার ওপর।”
ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়া সংবাদে উত্তাল বলিউড, হেমা মালিনী ও এশার ক্ষোভ
গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিত্তিহীন মন্তব্য এবং গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ নাটকে অভিনয় করে ২০১৩ সালে জনপ্রিয়তা পান অর্চিতা স্পর্শিয়া। এরপর একাধিক টেলিফিল্ম, ওয়েব কনটেন্ট ও বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।