1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী রোহান - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী রোহান

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

চাতালে ধান শুকানোর চিরায়ত গ্রামীণ জীবনের দৃশ্য তুলে ধরে দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ। ছবি: সংগৃহীত

চাতালে ধান শুকানোর চিরায়ত গ্রামীণ জীবনের দৃশ্য তুলে ধরে দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তানভীর হাসান রোহান।

গত ৫ নভেম্বর কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে রোহানের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ আব্দুর রহমান বিন হামাদ বিন জাসিম বিন হামাদ আল থানি।

রোহানের পুরস্কারজয়ী ছবিটির শিরোনাম ‘ট্র্যাডিশনাল রাইস প্রসেস ইন বাংলাদেশ’। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি চাতালে তোলা হয়। ছবিটি এবারের আসরে ‘কালারস’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। এ পুরস্কারের অর্থমূল্য ৭৫ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা।

ছবিতে তিনি শুধু শ্রমজীবী মানুষের দৈনন্দিন কর্মযজ্ঞই নয়, বরং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সৌন্দর্য ও পরিশ্রমী মানুষের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রোহান বলেন, বাংলাদেশ এমন এক দেশ, যার সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় খুব গভীর। এই মিশ্রণ সবচেয়ে বেশি চোখে পড়ে চাতালের শ্রমিকদের জীবনে। বিশ্বের এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমার ছবি পুরস্কৃত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

দোহা ফটোগ্রাফি পুরস্কারের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ২০৬ জন আলোকচিত্রী মোট ৩১ হাজার ৬৮১টি ছবি জমা দেন। ‘কালারস’ বিভাগে প্রথম হয়েছেন কাতারের শেইমা আলমিউতুয়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাহরাইনের আলি আল-কামিশ।

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রোহান রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নিতে যান যুক্তরাজ্যে। পরবর্তীতে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব ফটোগ্রাফি থেকে আলোকচিত্র সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এ পর্যন্ত তানভীর হাসান রোহান সাত শতাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার অর্জনের তালিকায় রয়েছে—ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার (২০১৭ ও ২০১৮), সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, লেন্সকালচার-ম্যাগনাম ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, সারজাহ এক্সপোজার ইন্টারন্যাশনাল, প্রি দে লা ফটোগ্রাফি এবং পিএক্সথ্রি। তার আলোকচিত্র এখন পর্যন্ত ৪৫টি দেশে প্রদর্শিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট