ফেনী প্রতিনিধি
ফেনীতে বিএনপির মনোনয়ন পরির্বতনের জন্য রিভিউ আবেদন করলেন নবদম্পতি
ফেনীতে বিএনপির মনোনয়ন নিয়ে এবার রিভিউ ভঙ্গিতে ধানক্ষেতে ছবি তুলেছেন এক নবদম্পতি। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার বিরিঞ্চির আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ ও দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার নবদম্পতি রিভিউ ভঙ্গিতে ছবিটি তুলেছেন।
স্থানীয়রা জানান, ফেনীর বিরিঞ্চি আলম গাজী রোডের বাসিন্দা আদনান সোহাগ আজ দাগনভূঞা উপজেলার পৌর এলাকার মজুমদার বাড়িতে ইয়াসমিন আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের আনুষ্ঠানিকতা শেষে কনের নিজ বাড়ির পাশে ধানক্ষেতে রিভিউ ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তে বিষয়টি ফেসবুক ভাইরাল হয়ে যায়।
এ নিয়ে ফেনী-২ আসনে প্রার্থী রিভিউয়ের বিষয়টি আলোচনায় উঠে আসে।
এর আগে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে রিভিউ ভঙ্গিতে তোলা একটি ছবি সারা দেশে ব্যাপক আলোচিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বর আদনান সোহাগ জানান, আমি একজন সচেতন নাগরিক হিসেবে ছবিটি তুলছি। প্রত্যেক মানুষের একজন পছন্দের প্রার্থী থাকে।
যিনি গণমানুষের নেতৃত্ব দেন। আমার সেই মানুষটি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় আমিও খুব ব্যথিত। তাই আমার পছন্দের মানুষটি যাতে মনোনয়ন পায়, এজন্য বিএনপি শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিয়ের ফাঁকে এই ছবিটি তুলেছি। আমিও ফেনী সদর আসনে রিভিউ চাই।
ফেনী-২ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তার মনোনয়ন পাওয়ায় দলটির বাকি মনোনয়নপ্রত্যাশী ‘মনোনয়ন রিভিউ’ চেয়ে নানা মাধ্যমে সরব রয়েছেন।