1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সরকার জাপাকে হাত পা বেঁ/ধে সাঁ/তার প্রতিযোগিতায় নামাতে চাইছে : জিএম কাদের - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সরকার জাপাকে হাত পা বেঁ/ধে সাঁ/তার প্রতিযোগিতায় নামাতে চাইছে : জিএম কাদের

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (১৫ নভেম্বর) চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুর জেলায় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত কর্মী সমাবেশ করতে না পারার পর এমন মন্তব্য এলো।

নিরাপত্তার অযুহাতে পুলিশ দিনাজপুর প্রেস ক্লাবে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারী।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়। আশঙ্কা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে, মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না।

জাপা চেয়ারম্যান বলেন, অবস্থাদৃষ্টে ধারণা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে।

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম একটি মামলায় জামিন পেলেও আবার নতুন করে আরেকটি মামলা দেওয়া হচ্ছে বা মামলায় অজ্ঞাতনামা তালিকায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের।

সরকারের এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী পুরোনো দল। সারা দেশব্যাপী এ দলের সংগঠন আছে। এ দলের জনসমর্থন আছে ব্যাপক। জাতীয় পার্টির আছে দীর্ঘদিনের দেশ পরিচালনার অভিজ্ঞতা। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টির অনেক উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম এখনও দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। এ দলটি সব সময় জনগণের সঙ্গে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।

ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট