রংবেরং প্রতিবেদক
শুক্রবার রাতে ভক্তদের তাক লাগিয়ে দিলেন তাসনিয়া ফারিণ। ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী জানান, প্রথমবার প্রযোজনায় নামছেন তিনি। গড়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানও, নাম ফড়িং ফিল্মস। নতুন পথচলায় সবার দোয়া চেয়েছেন ‘ইনসাফ’ অভিনেত্রী।
পরদিনই [গতকাল বিকেলে] দিলেন আরেক সুখবর, প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। আগেই জানা গিয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’-এ দেখা যাবে তাঁকে। তবে খবরের সত্যতা মিলছিল না। গতকাল চুক্তি সম্পাদনের ছবি প্রকাশ করে দিলেন আনুষ্ঠানিক ঘোষণা।