ইসলামী জীবন ডেস্ক
প্রতীকী ছবি
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সাহাবায়ে কেরাম বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেখানে সামান্য উপকরণই ছিল তাদের অবলম্বন। কিন্তু আল্লাহর রাসুলের বরকতপূর্ণ হাতে সেই সামান্য থেকেই সৃষ্টি হতো অসাধারণ বরকত—যা শুধু প্রয়োজন মেটাতো না, বরং ঈমানকে আরো দৃঢ় করত। নিম্নের হাদিসটি তেমনই এক বিস্ময়কর ঘটনার বিবরণ, যেখানে স্বল্প পানি সত্তর জন সাহাবীর অজুর জন্য যথেষ্ট হয়ে যায়-
عَنْ أَنَس قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيْ بَعْضِ مَخَارِجِهِ وَمَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَانْطَلَقُوْا يَسِيْرُوْنَ فَحَضَرَتْ الصَّلَاةُ فَلَمْ يَجِدُوْا مَاءً يَتَوَضَّئُوْنَ فَانْطَلَقَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَجَاءَ بِقَدَحٍ مِنْ مَاءٍ يَسِيْرٍ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ ثُمَّ مَدَّ أَصَابِعَهُ الأَرْبَعَ عَلَى الْقَدَحِ ثُمَّ قَالَ قُومُوْا فَتَوَضَّئُوْا فَتَوَضَّأَ الْقَوْمُ حَتَّى بَلَغُوْا فِيْمَا يُرِيْدُوْنَ مِنْ الْوَضُوءِ وَكَانُوْا سَبْعِيْنَ أَوْ نَحْوَهُ
আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে বেরিয়েছিলেন।
তাঁর সঙ্গে সাহাবাগণও ছিলেন। তারা চলতে লাগলেন, তখন সালাতের সময় হয়ে গেল, কিন্তু অজু করার জন্য কোথাও পানি পাওয়া গেল না। কাফেলার এক ব্যক্তি সামান্য পানিসহ একটি পেয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত করলেন। তিনি পেয়ালাটি হাতে নিয়ে তারই পানি দ্বারা অজু করলেন এবং তাঁর হাতের চারটি আঙ্গুল পেয়ালার মধ্যে সোজা করে ধরে রাখলেন।
আর বললেন, উঠ তোমরা অজু কর। সবাই ইচ্ছামত অজু করে নিলেন। তারা ছিলেন সত্তর বা এর কাছাকাছি। (বুখারি, হাদিস : ৩৫৭৪)
হাদিসটির মূল শিক্ষা
নবী (সা.)-এর মু‘জিজা: স্বল্প পানিকে তাঁর হাতের বরকতে বহুগুণ বৃদ্ধি করা একটি স্পষ্ট মু‘জিজা—যা নুবুয়তের সত্যতা প্রমাণ করে।
তাওয়াক্কুল ও আল্লাহর ওপর নির্ভরতা: কঠিন পরিস্থিতিতেও আল্লাহর রহমত ও সাহায্যের প্রতি ভরসা রাখা মুমিনের প্রধান গুণ।
সাহাবাদের আনুগত্য: পানির অভাবের মধ্যেও আল্লাহর রাসুলের নির্দেশে দ্রুত সাড়া দেওয়া ও সম্পূর্ণ বিশ্বাসের প্রতিফলন দেখা যায়।
জরুরি অবস্থায় ইবাদত পরিত্যাগ নয়: পানির সংকট ইত্যাদি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নামাজ সময়মতো আদায় করা আবশ্যক—সমাধান আল্লাহই দেন।
সমাজের জন্য বার্তা: রিসোর্স কম থাকলেও আল্লাহর বরকত থাকলে তা অনেকের প্রয়োজন পূরণ করতে পারে; তাই হতাশা নয়—আল্লাহর দিকে রুজু করা উচিত।
নেতৃত্বের শিক্ষা: রাসুলুল্লাহ (সা.) নিজে পানি ব্যবহার করে দেখিয়েছেন ও সাহাবাদের আমন্ত্রণ জানিয়েছেন—আদর্শ নেতার পরিচয় হলো উদাহরণ রেখে পথ দেখানো।