1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দেশের অবহেলিত ১০ উপজেলার তালিকায় কুড়িগ্রামের উলিপুর; শুরু হচ্ছে বড় অবকাঠামো উন্নয়ন - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দেশের অবহেলিত ১০ উপজেলার তালিকায় কুড়িগ্রামের উলিপুর; শুরু হচ্ছে বড় অবকাঠামো উন্নয়ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

দেশের সবচেয়ে অবহেলিত, পশ্চাৎপদ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ ১০টি উপজেলার তালিকায় জায়গা পেয়েছে কুড়িগ্রামের উলিপুর। স্থানীয় সরকার বিভাগের সাম্প্রতিক মূল্যায়নে প্রকাশিত এই তালিকা বহু বছরের বৈষম্য, উন্নয়ন বঞ্চনা ও যোগাযোগ সংকটে ভোগা উলিপুরবাসীর দীর্ঘদিনের বাস্তব চিত্র তুলে ধরেছে।

বহু বছরের বৈষম্যের শিকার উলিপুর

ভৌগোলিকভাবে দুর্গম এবং তিস্তা–ব্রহ্মপুত্র বিধৌত এই উপজেলার বড় অংশ বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাঁচা সড়কের আধিক্য, নড়বড়ে ব্রিজ–কালভার্ট, বাজার ও বিদ্যালয়ে যাতায়াতের সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের ঘাটতি উলিপুরকে দীর্ঘদিন ধরে উন্নয়ন পরিকল্পনার বাইরে ঠেলে দিয়েছে।
ফলে জাতীয় অর্থনৈতিক প্রবাহে অংশগ্রহণ কমে গেছে, কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থান সংকট বাড়ছে।

তথ্যভিত্তিক কঠোর স্ক্রিনিংয়ে নির্বাচিত

এই তালিকা প্রস্তুতে ব্যবহার করা হয়েছে—

LGED–এর RSDMS ডাটাবেজ,

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)–এর তথ্য,

জাতিসংঘের Climate Vulnerability Index (CVI)।

জলবায়ু ঝুঁকির মাত্রা, দারিদ্র্যের হার, সড়ক অবকাঠামোর মান ও বাজার–স্কুল–স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের সূচক পর্যালোচনা করে প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলাকে বেছে নেওয়া হয়। কঠোর তথ্যভিত্তিক যাচাই নিশ্চিত করেছে যে নির্বাচিত উপজেলাগুলোই দেশের সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল।

এই স্ক্রিনিংয়ের মাধ্যমে অবহেলিত ১০ উপজেলার তালিকায় কুড়িগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করছে উলিপুর।

শুরু হচ্ছে ১ হাজার ৫০ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্প

নির্বাচিত উপজেলাগুলোতে অবকাঠামো উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বৈষম্য কমানো এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ১,০৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

উলিপুরসহ ১০ উপজেলায় বাস্তবায়নযোগ্য কাজের মধ্যে রয়েছে—

BC সড়ক উন্নয়ন: ৪৫৮.৬৭ কিমি

RCC সড়ক নির্মাণ: ১২৩.৪৭ কিমি

বক্স কালভার্ট: ১২৩৭ মিটার নির্মাণ

এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সড়ক উঁচুকরণ, বাজার–ঘাট–হাটে প্রবেশাধিকার উন্নয়ন, সেচ উপযোগী রাস্তা নির্মাণ এবং দুর্যোগ–সহনশীল অবকাঠামো নির্মাণকেও অগ্রাধিকার দেওয়া হবে।

উলিপুরে কী পরিবর্তন আসবে?

প্রকল্প বাস্তবায়ন হলে উলিপুরে যাতায়াত সুবিধা নাটকীয়ভাবে উন্নত হবে। উপজেলার বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম প্রথমবারের মতো সারাবছর সড়কযোগে যুক্ত হবে।

কৃষকরা সহজে বাজারে পৌঁছাতে পারবেন,

সংকটাপন্ন সময়ে রোগী পরিবহন সহজ হবে,

শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপস্থিতি বাড়বে,

স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে,

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সড়ক ও অবকাঠামোর সহনশীলতা বাড়বে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কেবল সড়ক নির্মাণ নয়—উলিপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে একটি টেকসই ও কর্মমুখর অর্থনীতি গড়ে উঠবে।

স্থানীয়রা আশা করছেন, দীর্ঘদিনের পিছিয়ে পড়া উলিপুর উপজেলা এবার সত্যিকারের জাতীয় উন্নয়নধারায় সম্পৃক্ত হতে পারবে এবং পিছিয়ে থাকা উত্তরাঞ্চলের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট