মোহাম্মদ জাকির ইসলাম,
শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মুক্তা মীম (২০)–এর রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) রাতে পৌর এলাকার দক্ষিণ বাজারের একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মীম তার স্বামী শাকিল নাঈমের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এসময় তার মা জোবেদা বেগম পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১টার দিকে বাজার থেকে ফিরে মীমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় ছোট ভাই হৃদয়ের। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান—মীম ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।