1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভিনগ্রহীদের ঘাঁটি টিন্ডায়া পর্বত? - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

ভিনগ্রহীদের ঘাঁটি টিন্ডায়া পর্বত?

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

উচ্চতা খুব বেশি নয়, সর্বোচ্চ ৪০০ মিটার। তবুও এটিই পৃথিবীর অন্যতম রহস্যময় পর্বত। যে পর্বতে আরোহণ করাও নিষিদ্ধ। আর সেকারণেই অনেকে বিশ্বাস করেন ‘ভিনগ্রহীদের ঘাঁটি’ হতে পারে এই পর্বত।

স্পেনের টিন্ডায়া পর্বতকে ঘিরেই এই রহস্য।
স্পেনের টিন্ডায়া পর্বত বিশ্বের রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। এই পর্বতে আরোহণ কঠোর ভাবে নিষিদ্ধ। এমনকি, স্থানীয়রাও এই পর্বতের ধারেকাছে পর্যন্ত যেতে ভয় পান।

অনেক ভ্রমণপিপাসু টিন্ডায়া পর্বতের রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। তেমনই এক জন জোশুয়া ম্যাককার্টনি। স্পেন ভ্রমণের সময় পর্বতটি দেখে কৌতূহলী হয়ে ওঠেন তিনি।
টিন্ডায়ার কাছাকাছি গিয়েছিলেন জোশুয়া।

পর্বতের গোপন রহস্য উন্মোচন করার জন্য স্থানীয়দের সঙ্গেও যোগাযোগ করেন। এর পর তিনি পর্বত সম্পর্কে এমন আশ্চর্যজনক বিবরণ প্রকাশ করেন যা বিস্মিত করেছিল সারা বিশ্বকে। আটলান্টিক মহাসাগরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়ের্তেভেন্তুরা দ্বীপে রয়েছে টিন্ডায়া পর্বত। এর উচ্চতা মাত্র ৪০০ মিটার। তবে পর্বতটির আকৃতি বড়ই অদ্ভুত, কাটা শঙ্কুর মতো।
আগ্নেয়গিরির পাথর এবং মরুভূমির ভূখণ্ড বেষ্টিত পাহাড়টির আসল রহস্য পাহাড়ের ভিতর এবং উপরে লুকিয়ে।
স্প্যানিশ ভাষায় টিন্ডায়া পাহাড়ের নাম মন্টানা দে টিন্ডায়া। ১৯৯০ সালে টিন্ডায়া পর্বতের চূড়ায় একটি উল্লেখযোগ্য আবিষ্কার হয়েছিল। পাথরে খোদাই করা ৩৭৯টি পায়ের ছাপ মিলেছিল সেখানে। আশ্চর্যের বিষয় হল এর প্রতিটিই ছিল বাঁ পায়ের ছাপ এবং আকার ছিল প্রায় একই, ২৫-৩০ সেমি লম্বা। সব ক’টি পায়ের ছাপের মুখই ছিল পর্বতের পশ্চিম দিকে।

এরপর সেই পায়ের ছাপগুলির কার্বন ডেটিং করে দেখা যায়, সেগুলি ২০০০ বছরের পুরোনো। একই সঙ্গে এও আবিষ্কৃত হয় যে, পর্বতটির চৌম্বকক্ষেত্র স্বাভাবিকের চেয়ে ১০ গুণ শক্তিশালী। কোনও কম্পাসই কাজ করে না এখানে, যা পর্বতটিকে আরও রহস্যময় করে তোলে। স্থানীয়েরা টিন্ডায়াকে একটি পবিত্র পর্বত হিসাবে শ্রদ্ধা করে। স্থানীয়দের বিশ্বাস, বিশেষ জাদুকরি শক্তিতে পরিপূর্ণ এই পর্বত।

স্থানীয়দের একাংশের দাবি, রাতে অদ্ভুত আলো দেখা যায় পাহাড়ের চূড়া থেকে। ফলে অনেকেরই অনুমান, টিন্ডায়া পাহাড় ভিনগ্রহীদের ঘাঁটি এবং ওই ভিনগ্রহীদের একটি করেই পা রয়েছে।

১৯৯৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পায় টিন্ডায়া। পায়ের ছাপগুলি রক্ষা করার জন্য, স্পেনের সরকার ওই পর্বতে আরোহণ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করে দেয়। শুধুমাত্র বিজ্ঞানীদের পর্বত পরিদর্শনের অনুমতি রয়েছে। পর্বতটিতে ভাস্কর এডুয়ার্ডো চিলিদার পরিকল্পনা করা একটি শিল্পকর্ম তৈরির কথা ছিল, যার মধ্যে একটি বৃহৎ কৃত্রিম গুহা খননেরও কথা ছিল। কিন্তু স্থানীয় পরিবেশবিদেরা এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন। এই নির্মাণকাজ এখনও শুরু হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট