সংবাদ এই সময়
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যার মুখে পড়েছে। গত এক সপ্তাহে এসব দুর্যোগে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। তাঁদের সন্ধানে ব্যাপক তল্লাশি চলছে। উদ্ধারকর্মীরা ডুবে থাকা ঘরবাড়ির ছাদ এবং বিচ্ছিন্ন এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
মধ্য ভিয়েতনামের বেশ কিছু অঞ্চলে মাত্র তিন দিনে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই অঞ্চলটি ভিয়েতনামের অন্যতম প্রধান কফি উৎপাদন এলাকা এবং আকর্ষণীয় সমুদ্রসৈকতের জন্যও পরিচিত।
স্থানীয় গণমাধ্যম জানায়, ৫২ হাজারের বেশি বাড়ি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে হাজার হাজার হেক্টর ফসল, এতে বহু গবাদিপশু ও হাঁস–মুরগি মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডাক লাক ও খান হোয়া প্রদেশে। ডাক লাকে ১৬ জন এবং খান হোয়ায় ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বন্যার সঙ্গে ঝড়ো হাওয়া ও খারাপ আবহাওয়ার কারণে ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। পরবর্তী সময়ে প্রায় ৬ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনা হয়েছে। প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি জায়গায় ভূমিধস হওয়ায় অনেক রাস্তা এখনো বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজারো সদস্যের উদ্ধার ও নিরাপত্তাকর্মী বাহিনী মাঠে রয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, অক্টোবরের শেষ দিক থেকেই দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। একাধিক ঐতিহাসিক এলাকা ও উপকূলীয় পর্যটন কেন্দ্র বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু পাহাড়ি এলাকায় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মোট ২৭৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, আর ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ২ বিলিয়ন ডলার।