সংবাদ এই সময় ডেস্ক।
ঢাকা, শুক্রবার: রাজধানীতে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে মানুষ যেমন আতঙ্কিত হয়ে পড়েছে, তেমনি নানা ব্যক্তিগত ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সমৃদ্ধি তাবাস্সুম।
ভূমিকম্প শুরু হতেই চারপাশ দুলতে থাকে। আলমারি, শোকেস, রান্নাঘরের হাড়ি-পাতিলসহ ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। অনিশ্চয়তা ও আতঙ্কে দৌড়ে দরজা খোলেন সমৃদ্ধি তাবাস্সুম। ঠিক সেই মুহূর্তেই উড়ে যায় তার আদরের পোষা কথা বলা পাখিটি ‘পুকি’।
পুকি একটি হলুদ রঙের লুটিনো ককটেল (মেইল), যে শুধু কথা বলতে পারে না, শিসও দিতে পারে। সমৃদ্ধি জানিয়েছেন, পাখিটি তার সঙ্গে ঘুমায়, এবং সে পাখিটিকে সন্তানের মতোই স্নেহ করেন।
নিজের ফেসবুক আইডিতে সমৃদ্ধি তাবাস্সুম লিখেছেন—
“ভূমিকম্পের সময় আমি দরজা খুলে দৌড় দেওয়ায় আমার পোষা পাখি আমার সাথে উড়াল দেয়। আমার সাথে ঘুমায় সে। ওর নাম pookie। কথা বলে আর শিস ফুকাতে পারে। বাসাবো কালীবাড়ির সামনে কারো বাসায় গেলে যদি ফিরিয়ে দিতেন, আমার আত্মা শান্তি পেতো খুব। হলুদ লুটিনো ককটেল মেইল।”
তিনি অনুরোধ জানিয়েছেন— বাসাবো কালীবাড়ি এলাকার আশপাশে কেউ যদি হলুদ রঙের লুটিনো ককটেল পাখিটি দেখতে পান বা বাসায় এসে থাকে, তবে যেন তাকে ফেরত দেন।
ভূমিকম্পের তীব্রতায় মানুষের পাশাপাশি পোষা প্রাণীদেরও বিভ্রান্ত হয়ে ছুটে পালানোর এমন ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমৃদ্ধির পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে অনেকেই পাখিটি খুঁজে পেতে সহায়তার আশ্বাস জানিয়েছেন।