বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
‘স্কুল ছুটির’ ৩০ বছর। বয়স গিয়ে দাঁড়িয়েছে ৪৫ থেকে ৪৭-৪৮ বছরে। ১৯৯৫ সালে এসএসসি পাস করা এমন ১২ শতাধিক মানুষ জড়ো হন একই মাঠে। দিনভর কাটিয়ে দেন আনন্দ-উল্লাসে।
দীর্ঘদিন পর স্কুল বন্ধু, ব্যাচমেটদেরকে পেয়ে আপ্লুত সবাই। হাত মেলানো, বুক মেলানো চলছে হরদম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠের এ আয়োজনে প্রবেশ করতেই চোখে পড়ে ৯০-এর দশকের কিছু স্মৃতি। কলেজের প্রধান ফটক পেরিয়ে রাখা হয়, ট্রানজিস্টর, সাদাকালো টিভি, ভিডিও ক্যাসেট প্লেয়ার (ভিসিআর), লেইস ফিতার বক্স, টেলিফোন।
আরো ছিল চিঠির খাম, যেটি বিদেশে পাঠানোর কাজে ব্যবহৃত হতো। ওই খামে লেখা, ‘প্রাপক, সৌদির জামাই। প্রেরক, ভুলনা আমায়।’ একটু সামনে এগুলেই ওই সময়ের ঢালিউড তারকাদের ছবি।
এসব আয়োজন উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে এ আয়োজনের নির্ধারিত কর্মসূচি ‘শোভাযাত্রা’ অনুষ্ঠান বাতিল করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠে সকাল ৮টা থেকে অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহবায়ক রাশেদ কবির আকন্দ।