1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁ পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

নওগাঁ পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি নওগাঁঃ

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অদ্য ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ ও স্মৃতিচারণে তার সততা, শৃঙ্খলাবদ্ধতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, মানবিকতা, দূরদর্শী নেতৃত্ব, সহকর্মীদের প্রতি ভালোবাসা ও অনুকরণীয় পেশাদারিত্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

গত বছরের ২২ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নওগাঁ জেলায় নিরাপত্তা ও সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তিনি নওগাঁর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যাবস্হাকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের প্রতি আতংক ছড়িয়ে দিতে তিনি জেলা পুলিশ নওগাঁর সফল ও বলিষ্ঠ নেতৃত্ব দেন। তার সফল নেতৃত্ব পুলিশ সদস্যদের মনোবল বাড়িয়েছে এবং নাগরিকদের আস্থাকে আরও দৃঢ় করেছে। এছাড়াও দ্রুত তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনের তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন। অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে কার্যত তাঁর নেতৃত্বেই নতুন করে গতি পায়।

পুলিশ সদস্যদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্য – প্রতিটি ক্ষেত্রেই ছিল তার অসামান্য অবদান।

অপ্রত্যাশিত সময়ে বিভিন্ন থানা, তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পে গিয়ে তিনি ফোর্সের চাহিদা, সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জগুলো দেখে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।

মাসিক সভায় তিনি বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের চাহিদার বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের অবস্থা গ্রহণ করেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে মাঠপর্যায়ে বিশেষ অবদানকারী সদস্যদের পুরস্কারের ব্যবস্থা করেন।

তাছাড়া, পুলিশ লাইন্স মসজিদের সংস্কার কাজের মাধ্যমে মসজিদটি আধুনিকায়ন করেন।

জেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে তিনি সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, ও চিহ্নিত অপরাধীচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। জেলায় অপরাধপ্রবন এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে তিনি বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ করেন— যেগুলো জনগণের আস্থা পুনরুদ্ধারে অত্যন্ত ভূমিকা রাখে।

তার প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে সততা, শৃঙ্খলাবোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তিনি দায়িত্ব পালনে কঠোর হলেও সহকর্মীদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত সহমর্মী ও সহানুভূতিশীল।

পরিশেষে তিনি নওগার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে আইনি সেবা দেয়ার ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তার দায়িত্ব পালনের ক্ষেত্রে দলমত শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিক যে সমর্থন দিয়েছেন সেজন্য নওগাঁ জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রশাসন ও জনগণের সার্বিক সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলা একটি আদর্শ জেলায় উন্নীত হবে এই প্রত্যাশা ব্যক্ত করার মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট