অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
ডিসেম্বর মাসের আবহাওয়ায় কুয়াশা ঘেরা সকাল, বিকেলের নরম রোদ এবং রাতের শীতের প্রভাব লক্ষ্য করা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে দেশের তাপমাত্রা কিছু স্থানে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
সোমবার (১ ডিসেম্বর) এক মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটিকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ৬-১০° সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।