1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দেশে প্রচণ্ড ঠান্ডা অনুভূতির স*ত*র্ক*তা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

দেশে প্রচণ্ড ঠান্ডা অনুভূতির স*ত*র্ক*তা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শীতের সকালের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত
আগামী কয়েকদিন দেশের বেশ কিছু স্থানে রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। কিছু জায়গায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিডব্লিউওটি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায়।

পোস্টে সংস্থাটি জানায়, আজকে রাত থেকে আগামী ১০/১১ তারিখ পর্যন্ত দেশের বেশকিছু স্থানে রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানের তাপমাত্রার ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।

এছাড়া দেশের বাকি স্থানগুলোতেও তাপমাত্রা নেমে যেতে পারে ১৩- ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পোস্টে জানিয়েছে বিডব্লিউওটি।

সংস্থাটির তথ্য মতে, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলের আশেপাশের এলাকার রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১০- ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিন্ম গড় তাপমাত্রা নামতে পারে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে আসার সম্ভাবনা কম।

তবে উত্তর পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় খুবই অল্প সময়ের জন্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্য প্রবাহের রূপ নিলেও নিতে পারে। এটা নির্ভর করবে ওই সময়ের আবহাওয়া পরিস্থিতির উপরে।

কিন্তু কিছুদিন পরেই দেশে সক্রিয় হতে পারে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ। শিগগিরই এ ব্যপারে আরও বিস্তারিত জানানো হবে বলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট