1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন সিনেমায় সিয়ামের নতুন নায়িকা ইধিকা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নতুন সিনেমায় সিয়ামের নতুন নায়িকা ইধিকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

আগামী বছরে দেশের সিনেমাতে নির্মিত হতে যাচ্ছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। এসব ছবি ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়। এর মধ্যে কয়েকটি সিনেমা শুটিং শুরু হয়েছে।

পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’ তেমন একটি ছবি।

রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
চলতি সপ্তাহেই ছবির আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা।

‘রাক্ষস’ নামের এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের পর এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা।

শুরুর দিকে এই সিনেমায় নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইধিকা পালকেই চূড়ান্ত করা হয়েছে।

সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যার আগের সিনেমা ‘বরবাদ’-এও নায়িকা ছিলেন ইধিকা। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন।

এর বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জংলি—যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। পোড়ামন ২- দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’–এর শুটিং শুরু হবে। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের পরিকল্পনাও রয়েছে। তবে এ নিয়ে পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট