1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’–র অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি এক লাইভ সেশনে এসে দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ধারাবাহিকের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে গুরুত্বপূর্ণ শব্দ ‘Knowledge’–এর বানান ভুলভাবে ‘Knowlege’ লেখা হওয়ার পরই নেটিজেনরা ব্যাপক সমালোচনা শুরু করেন, আর সেই কারণেই তিনি এই পদক্ষেপ নেন।

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, শিক্ষামূলক পরিবেশে নির্মিত এই সিরিয়ালে স্বস্তিকার লেখা বানান থেকে ভুলবশত ‘d’ অক্ষরটি বাদ পড়ে যায়। এ নিয়ে বহু দর্শক শিল্পীদের শিক্ষা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সামাজিক মাধ্যমে নানা ট্রল চলতে থাকে।

শেষ পর্যন্ত বিতর্ক প্রশমনে স্বস্তিকা লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা পুরোপুরি আমার ভুল, সেটি আমি মেনে নিচ্ছি। ২১ মিনিটের একটি পর্বের জন্য যে প্রচুর কাজ করতে হয়, তাতে কখনও এমন ছোট ভুল হয়ে যেতে পারে। তবে ভুল তো ভুলই—এটার কোনো অজুহাত নেই।’

তিনি আরও জানান, তাড়াহুড়োর মধ্যেই ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে ভুলটি হয়েছিল। হাত জোড় করে ও কান ধরে তিনি ক্ষমাও চান। তার বক্তব্য—‘আপনারা যতটা আমাদের অশিক্ষিত ভাবছেন, আমরা ততটা নই।’ শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির চরিত্রের উদাহরণ টেনে তিনি বলেন, ভুল করলে শাস্তি নেওয়া উচিত, তাই তিনি ক্ষমা চাইছেন।

স্বস্তিকা দর্শকদের অনুরোধ করেন, ছোট একটি ভুলের জন্য টিমকে যেন ট্রল না করা হয়, কারণ তারা সবাই কঠোর পরিশ্রম করছেন। তিনি আরও জানান, মাত্র কয়েক দিনের মধ্যেই সিরিয়ালটি টিআরপি তালিকায় শীর্ষে উঠেছে—যা সম্পূর্ণ দর্শকদের ভালোবাসার ফল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট