মো আবদুল করিম সোহাগ
ঢাকা
সাংস্কৃতিক সংগঠন স্টার মাল্টিমিডিয়া প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে।
শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে জমকালো আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির রজতজয়ন্তীর বিশেষ এই অনুষ্ঠান।
২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকেই স্টার মাল্টিমিডিয়া নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রিয়েলিটি শো পরিচালনা করে আসছে।
২৫ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনের কর্ণধার সোহেল আফসান বলেন, “শুরুর সময় থেকেই আমরা চেষ্টা করেছি দেশকে ভালো মানের অনুষ্ঠান উপহার দিতে এবং প্রতি বছর নতুন মুখ মিডিয়ায় তুলে আনতে। এরই ধারাবাহিকতায় আমাদের রিয়েলিটি শোর প্রতিযোগীরা মডেলিং, নাচ, চলচ্চিত্র ও নাটকে সুনামের সঙ্গে কাজ করছে।”
রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে মিডিয়ার বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। সংগীতে সম্মাননা পেয়েছেন— নোলক বাবু, সৈয়দ অমি, প্রিন্স আলমগীর ও মুনিয়া মুন।
চলচ্চিত্রে সম্মাননা দেওয়া হয় আঁচল আখিকে। মিডিয়া অঙ্গনে সম্মাননা পান অনুষ্ঠান নির্মাতা জ্যোতির্ময় মণ্ডল।
এছাড়া বিনোদন সাংবাদিকতায় সম্মাননা লাভ করেন নিউজ টোয়েন্টিফোরের বিনোদন সাংবাদিক শাহিন শুভ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী খালেদুজ্জামান, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াং এবং পল্লী প্রীতি সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম।