জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
নামে বেনামে আবাসিক হোটেল রমরমা ব্যবসা ঢাকা শহরে বিভিন্ন এলাকায় আবাসিক হোটেলে রমরমা ব্যবসা করতেছে বেনামে আবাসিক হোটেল 🏨 এবং এর সহযোগিতা করতেছে প্রশাসন প্রশাসন যদি কঠোর হস্তক্ষেপ না দমন করে ভয়াবহ রূপ ধারণ করবে এগুলা , একটি চক্রকে ধরতে গিয়ে অনেক কৌশল অবলম্বন করতে হয় কিন্তু এরপরও বলা যায় না ধরা। প্রশাসনের হাত অনেক বড় এবং অনেক শক্তিশালী তারা ইচ্ছা করলে নির্মূল করতে পারে।আর যদি প্রশাসনের সহযোগিতা করতে পারেন। তাহলে অনেক যুবক যুবতীরা অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পারবেন।
আর যারা এই কার্ড বিতরণ করে তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয় যেখানে যানজট এলাকা এবং গণবসতি এরিয়া এর মধ্যে নির্দিষ্ট এরিয়া হলো – যাত্রাবাড়ী গুলিস্তান ফার্মগেট মিরপুর সহ বিভিন্ন এলাকা, এগুলা মহাসড়কে কার্ড ফেলে দিয়ে চলে যায়। এবং যারা এই কার্ড বিতরণের জড়িত থাকে তাদেরকে দৈনিক ৫০০/= টাকা হাজিরা দেওয়া হয়, গোপনীয়তার জন্য তার নাম প্রকাশ করা যাচ্ছে না।