জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী বাউফল উপজেলা সূর্যমনি ইউনিয়ানে আজ মঙ্গলবার।মাহান বিজয় দিবসে অসহায় আর্থিক দরিদ্রদের মাঝে “সানেশ্বর যুব একতা সংগঠন” এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ১৫ কেজি চাল ও ১ কেজি মসুর ডাল করে ১১ পরিবারকে দেওয়া হলো।
১। ১৫ কেজি করে চাল,
২। ১ কেজি মুসরির ডাল ।
মানবিক সহয়তা করা হইছে।
এবং মোঃ আল আমিন কাড়ালকে চিকিৎসা জন্যে ২০৩০ টাকা প্রদান করা হয়েছিল।
সর্বমোট ১২টি পরিবার কে মানবিক সহযোগিতা করা হয়েছে।
এবং প্রতি মাসে এই সংগঠন থেকে কিছু সংখ্যক লোককে সাহায্য সহযোগিতা করা হয় এই সংগঠনের কারো কাছ থেকে অনৈতিকভাবে কোন অর্থ নিয়ে থাকে না স্বেচ্ছায় দান করা ব্যক্তিদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে এবং তারা মানবিক কাজে ব্যয় করে থাকে। এই দান সহায়তা কমিটির মাধ্যমে বন্টন করা হয়।