1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় নারীর অধিকার ও ভরণ-পোষণ ইস্যুতে প্রদর্শিত ব্যতিক্রমী নাটিকা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নওগাঁয় নারীর অধিকার ও ভরণ-পোষণ ইস্যুতে প্রদর্শিত ব্যতিক্রমী নাটিকা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চক আতিথা বাজারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সচেতনতামূলক ভিডিও শোর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানে ‘নারীর ভরণ-পোষণ’ বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে, বিশেষ করে নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা ও স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তির সুযোগ নিয়ে উপস্থিতরা গুরুত্বপূর্ণ বার্তা পায়।

নাটিকা শেষে অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। গ্রাম আদালতের সেবা, ভূমিকা ও প্রয়োগ নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা। সঠিক উত্তরদাতাদের তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান
তিনি গ্রাম আদালত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়া উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা (গ্রাম আদালত) কোঅর্ডিনেটর হোসনে আরা স্বপ্না, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজল কুমার চক্রবর্তীসহ স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমন আরও সচেতনতা কার্যক্রম চালানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট