1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মানবতার সেবক ও করোনা-যোদ্ধার অনুকরণীয় দৃষ্টান্ত, লেনশন চাকমা নয়ন। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

মানবতার সেবক ও করোনা-যোদ্ধার অনুকরণীয় দৃষ্টান্ত, লেনশন চাকমা নয়ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সুজন

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে উন্নয়ন, মানবতা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে যে নামটি আজও সম্মানের সাথে উচ্চারিত হয়—তিনি লেনশন চাকমা নয়ন, সাবেক সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শুধু প্রশাসনিক ভূমিকা নয়, মানবসেবাকে জীবনের মিশন হিসেবে নিয়েছিলেন। বিশেষ করে করোনাকালীন সময়ে তাঁর সাহসিকতা, নিবেদন ও ত্যাগ আজও স্থানীয় মানুষের হৃদয়ে অমলিন।

মানবতার সেবক লেনশন চাকমা নয়ন
দায়িত্বে থাকাকালীন তিনি পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন নিরলসভাবে। দূরত্ব, দুর্গম পথ কিংবা প্রাকৃতিক প্রতিবন্ধকতা—কোনো কিছুই তাঁর মানবসেবার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, চিকিৎসাসেবা না পাওয়া রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা—এসব কাজ তিনি করেছেন নীরবে, নিঃস্বার্থভাবে।

স্থানীয়দের মতে, “সাজেক ইউনিয়নের উন্নয়নে যে হাত সবচেয়ে বেশি ছিল, তা হলো নয়ন চেয়ারম্যানের।” তাঁর উদ্যোগে বিভিন্ন গ্রামের রাস্তা-ঘাট, স্যানিটেশন, পানির উৎস ও শিক্ষা-ব্যবস্থার উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্যভাবে।

করোনাকালে সামনে থেকে লড়াই
বিশ্ব যখন করোনা ভাইরাসে বিপর্যস্ত, তখন অনেকেই জীবন বাঁচাতে ঘরবন্দি। কিন্তু লেনশন চাকমা নয়ন তখন ছিলেন সাধারণ মানুষের সবচেয়ে ভরসার নাম। মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রী বিতরণ, হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারদের নিয়মিত খোঁজ নেওয়া—এ সবকিছু তিনি করেছেন সামনের সারিতে দাঁড়িয়ে।

অনেক সময় নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আক্রান্ত পরিবারগুলোকে সহায়তা দিয়েছেন। তার এই ত্যাগের কারণে সাজেক এলাকায় করোনা পরিস্থিতি মোকাবিলা তুলনামূলকভাবে সহজ হয়েছিল বলে জানান স্থানীয়রা।

হেল্পফুল মানুষের প্রতিচ্ছবি
নয়ন চাকমা শুধু জনপ্রতিনিধি নন—তিনি একজন নেতৃত্বগুণে ভরপুর, সহানুভূতিশীল ব্যক্তি। যে কোনো মানুষের সমস্যা শুনে তা সমাধানের জন্য তিনি কাজ করেছেন দ্রুততার সাথে। ব্যক্তিগত অর্থ সহায়তা, সামাজিক সমস্যা মেটাতে মধ্যস্থতা কিংবা হঠাৎ বিপদে পাশে দাঁড়ানো—এগুলোই তাঁকে মানুষের কাছে “হেল্পফুল মানুষ” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা
আজ তিনি সাবেক চেয়ারম্যান হলেও তাঁর কাজ—উদারতা, সেবা ও মানবিকতা—সাজেকের মানুষের মনে চিরস্থায়ী হয়ে রয়েছে। নতুন প্রজন্ম তাঁকে দেখে শিখছে সমাজের জন্য কাজ করতে, মানবতার পাশে দাঁড়াতে এবং দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে।

লেনশন চাকমা নয়ন একজন প্রকৃত মানবতার সৈনিক। দায়িত্ব শেষ হলেও মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও সেবার মনোভাব আজও সক্রিয়। সাজেক ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন ধরে আলো হয়ে পথ দেখাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট