নিজস্ব প্রতিবেদক ॥
এসবি পপুলার ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে শীতকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ইচহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিস লিমিটেডে কর্মরত শ্রমিকদের অংশগ্রহণে প্রতি বছরের ন্যায় এ বছরও এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় এসবি টাইগার ক্রিকেট টিম ও মা ফাতেমা ক্রিকেট টিম। টসে জিতে ব্যাটিংয়ে নেমে এসবি টাইগার ক্রিকেট টিম নির্ধারিত ওভারে ৬১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মা ফাতেমা ক্রিকেট টিম চাপে পড়ে ৪১ রানে অলআউট হয়ে যায়। ফলে ২০ রানের ব্যবধানে জয়লাভ করে এসবি টাইগার ক্রিকেট টিম, এবং শিরোপা নিজেদের করে নেয়।
খেলাটি ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানসিক প্রশান্তির একটি বড় মাধ্যম হিসেবে কাজ করছে বলে আয়োজকরা জানান।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবি পপুলার ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মিজানুর রহমান (বাবুল) সাহেব। তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন,
“শ্রমিকদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা বাড়াতে সহায়ক।”
খেলার সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মোঃ নুরুল ইসলাম সাহেব,,ম্যানেজার অপারেশন এসবি পপুলার ট্রেড ইন্টারন্যাশনাল, তার দক্ষ ব্যবস্থাপনায় পুরো টুর্নামেন্ট সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক ও অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।