কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়,
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা ড্যাবের সভাপতি ডা.ইস্কেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মো:দেওয়ান ফারুক, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপিপি সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম।
নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু বলেন, নওগাঁ-৫ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দেওয়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।