মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরনবিধির আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্হানে লাগানো রাজনৈতিক দলের পোষ্টার, বিলবোর্ড গুলো অপসারণে অভিযানে নেমেছেন সহকারী কমিশনার ( ভুমি ) বেলায়েত হোসেন ।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই এ কার্যক্রম চলমান রয়েছে । অনেকেই তাদের বিলবোর্ড গুলো সরিয়ে ফেললেও থেকে যাওয়া বিলবোর্ড গুলো অপসারণ করার কাজ করা হচ্ছে । বুধবার বিকালে পৌর এলাকায় উক্ত ম্যাজিট্রেটের নেতৃত্বে এসব বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে । পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন নির্ধারিত অফিস কার্যক্রম শেষে এ কাজ করছেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা -২০২৫ বাংলাদেশ গেজেট অনুযায়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের টাঙ্গানো পোস্টার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে । সহকারী কমিশনার মহোদয় আরো বলেন, বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, শিল্প কারখানা, দোকান, স্থাপনা, কাঁচা-পাকা বাড়ির ভিতর-বাহির ও ছাদ, গাছ, বৈদ্যুতিক লাইনের খুঁটি, সড়ক বিভাজন, ব্রীজ, কালভার্ট সহ দৃশ্যমান স্থানে টাঙ্গানো বিলবোর্ড, পোস্টার অপসারণ করা হচ্ছে।