মো আবদুল করিম সোহাগ
সাভার ঢাকা
অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। বেশিরভাগের দাম নেমেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে। ২০ টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। এদিকে স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার।
প্রত্যাশা ছিল শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে সবজির দর। যার বাস্তবতা মিলছে বাজারে গিয়েও। শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিন সকালে সাভার বাস স্ট্যান্ড বাজারে ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম।
বাজারে প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা ও জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়।
সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কমেছে নতুন আলুর দামও। বিক্রি হচ্ছে ২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বেড়েছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। এতে কমছে দাম।