জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় টঙ্গী’র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদরাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এই মাদরাসা থেকে মোট ১৪ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
তামীরুল মিল্লাত সায়েন্স ক্লাব (TMSC) এবং তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) যৌথভাবে এই কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।
মাদরাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিজ্ঞান বিভাগেও যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, এই ফলাফল তারই প্রমাণ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সাতক্ষীরা, গাজীপুর, ফরিদপুর, বরিশাল, টাঙ্গাইল এবং জামালপুরসহ দেশের নামকরা সব সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্তরা রয়েছেন।
কৃতী শিক্ষার্থীদের তালিকা:
১. আব্দুল্লাহ আল নোমান – সাতক্ষীরা মেডিকেল কলেজ।
২. আব্দুল্লাহ আল মুমিন – শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।
৩. সাইফুল ইসলাম শেফান – ফরিদপুর মেডিকেল কলেজ।
৪. আহসান আহমদ নকীব – শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।
৫. মাহমুদুল হাসান – শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
৬. নাঈম সিদ্দিকী – ফরিদপুর মেডিকেল কলেজ।
৭. মুশিউর রহমান আদনান – টাঙ্গাইল মেডিকেল কলেজ।
৮. কাজী আবদুর রহমান আদনান – টাঙ্গাইল মেডিকেল কলেজ।
৯. মাহমুদুল্লাহ মুয়াজ – জামালপুর মেডিকেল কলেজ।
১০. আব্দুল্লাহ আল জোবায়ের – শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
১১. মো: আনিসুজ্জামান – শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
১২. আব্দুল্লাহিল ফাইজ শোয়াইব – ফরিদপুর মেডিকেল কলেজ।
১৩. তানসিন নবীব তাসফি – শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৪. সুমাইয়া শাহিদ (টঙ্গী বালিকা ক্যাম্পাস) – হবিগঞ্জ মেডিকেল কলেজ।
প্রতিষ্ঠানটির এই বিশাল সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সায়েন্স ক্লাব ও ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের এই পরিশ্রম ও সাফল্য আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষকবৃন্দ ও টাকসু আশা প্রকাশ করেন যে, এই হবু চিকিৎসকরা ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবেন।