হাবিবুর রহমান সুজন।
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী আর্থিক সংকটে পরীক্ষার ফি দিতে না পারায় চলমান পরীক্ষায় অংশ নিতে পারছিল না।
বিষয়টি জানাজানি হলে মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল–এর সাজেক ইউনিয়ন ছাত্রদল।
ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়, ফলে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এ মানবিক উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসা ও কৃতজ্ঞতার আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ছাত্রদলের এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মানবতার সেবায় সাজেক ইউনিয়ন ছাত্র টিমের এমন ধারাবাহিক উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক বার্তা দিচ্ছে—শিক্ষা, সহমর্মিতা ও সহযোগিতার পথে এভাবেই এগিয়ে যাচ্ছে তারা।