1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কোরআন ও হাদিসের আলোকে শহিদ এর মর্যাদা ও প্রকার মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকী হাফিজাহুল্লাহ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

কোরআন ও হাদিসের আলোকে শহিদ এর মর্যাদা ও প্রকার মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকী হাফিজাহুল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকী হাফিজাহুল্লাহ
প্রারম্ভ:আরবি শহীদ শব্দের অর্থ সাক্ষী,
প্রত্যক্ষকারী। যাঁরা ইসলাম ও আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে নিহত হন,তাঁরাই শহীদ।

★শহীদ এর প্রকার…
শহীদ দুই প্রকার।
১. হাকিকি বা প্রকৃত শহীদ। যিনি দুনিয়া-আখেরাত উভয় বিচারে শহীদ। তাকে গোসল করানো হয় না। কাফন দেয়া হয় না। বরং যে কাপড়ে সে শহীদ হয়েছে, সে কাপড়েই জানাজা পড়ে দাফন করা হয়।

২. হুকমি বা বিধানগত শহীদ। যিনি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুসংবাদ মুতাবেক পরকালে শহীদের মর্যাদা লাভ করবেন। কিন্তু পৃথিবীতে তার ওপর প্রথম প্রকার শহীদের বিধান জারি হবে না। অর্থাৎ, সাধারণ মৃত ব্যক্তির মতো তাকেও গোসল-কাফন ইত্যাদি দেয়া হবে।

এই শর্তগুলো পাওয়া গেলে তাকে হাকিকি বা প্রকৃত শহীদ গণ্য করা হবে:

(ক) মুসলমান হওয়া (খ) প্রাপ্ত বয়স্ক ও বোধসম্পন্ন হওয়া (গ) গোসল ফরজ হয়, এমন নাপাকি থেকে পবিত্র হওয়া (ঘ) বেকসুর নিহত হওয়া (ঙ) মুসলমান বা জিম্মির হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হওয়াও শর্ত। আর যুদ্ধ কবলিত এলাকায় কাফিরের হাতে অথবা ইসলামি খিলাফতের বিদ্রোহী ডাকাতের হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আঘাত শর্ত নয়।

★কোরআনের আলোকে শহিদ এর মর্যাদা…

আল্লাহ তাআলা শহীদদের অবস্থান সম্পর্কে বলেন—

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

অনুবাদ:
যারা আল্লাহর পথে নিহত হয়েছে,তাদের কখনো মৃত মনে করো না বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয়।’
(আল-ইমরান আয়াত:১৬৯)

শহীদের জীবন দুঃখের নয় বরং আনন্দের। তারা দুনিয়ার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে রবের সান্নিধ্যে পৌঁছে যান। আল্লাহ তাআলা বলেন—

فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ

অনুবাদ:আল্লাহ তাদের নিজ অনুগ্রহে যা দিয়েছেন,তাতে তারা,আনন্দিত।
(আল-ইমরান আয়াত:১৭০)

★হাদিসের আলোকে শহিদ এর মর্যাদা…

শহীদের মর্যাদা এমন,যা জান্নাতের নেয়ামত দেখেও তাকে আবার কুরবানির পথে ডাক দেয়। রাসুলুল্লাহ (সা:) বলেন—

مَا مِنْ أَحَدٍ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الْأَرْضِ مِنْ شَيْءٍ إِلَّا الشَّهِيدُ

অনুবাদ:‘জান্নাতে প্রবেশকারী কেউই দুনিয়ায় ফিরে আসতে চাইবে না— যদিও পৃথিবীর সবকিছু তাকে দেওয়া হয়— শুধু শাহাদাত ছাড়া। শহীদ আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হতে চায়।’
[বুখারি:২৮১৭ মুসলিম:১৮৭৭ মিশকাত:৩৮০৩]

★শহীদের প্রথম পুরস্কার…

শহীদের প্রথম পুরস্কার এমন ক্ষমা:যা বহু বছরের ইবাদতেও অনেকের নসিব হয় না। নবী (সা.) বলেন- শহীদের জন্য আল্লাহর কাছে ছয়টি পুরস্কার সুরক্ষিত রয়েছে—

১. غْفَرُ لَهُ فِي أوَّلِ دفعةٍ وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ — যুদ্ধরত অবস্থায় তার রক্তের ফোঁটা মাটিতে ঝরা মাত্রই তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে জান্নাতের আবাসস্থল দেখানো হয়।

২. وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ — তাকে কবরের আজাব থেকে নিষ্কৃতি দেওয়া হয়।

৩. وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ — হাশরের ময়দানের মহাভীতি থেকে দূরে রাখা হয়।

৪. وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا — (কেয়ামতের দিন) সম্মানজনকভাবে তার মাথায় ইয়াকুতের মুকুট পরানো হবে, যার মধ্যে খচিত একটি ইয়াকুত দুনিয়া ও তার সমস্ত ধন-সম্পদ থেকে উত্তম।

৫. وَمَا فِيهَا ويزوَّجُ ثنتينِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ — সুন্দর বড় বড় চক্ষুবিশিষ্ট বাহাত্তর জন হুরকে তার সঙ্গিনীরূপে দেওয়া হবে।

৬. وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقْرِبَائِهِ — তার নিকটাত্মীয়দের মধ্যে সত্তরজনের সুপারিশ কবুল করা হবে। [তিরমিজি:১৬৬৩]

★আসুন এবার জানবো কয় শ্রেণির লোক শহিদ এর মর্যাদা লাভ করবে?

হযরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। তারা হলো-১- মহামারীতে মৃত্যুবরণকারী,২- পানিতে নিমজ্জিত ব্যক্তি,৩- শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ,৪- পেটের রোগে মৃত্যুবরণকারী,৫-আগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী,৬- যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায়,৭- প্রসবকালীন সময়ে মৃত্যুবরণকারী নারী। (মুয়াত্তা মালিক)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে আরো বলেন-১. যে ব্যক্তি তার দ্বীনের (ইসলাম) জন্য নিহত হয়;২. যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয়;৩. যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়;৪. যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয়, সে শহীদ। (মুসলিম, মিশকাত)মুসনাদে আহমাদে এসেছে, যে ব্যক্তি অত্যাচারের স্বীকার হয়ে (মযলূম অবস্থায়) নিহত হয়, সেও শহীদ।’উল্লেখ্য যে, ঐ সকল মুমিন ব্যক্তি আখিরাতে শহীদের নেকী ও মর্যাদা পাবেন। যদিও দুনিয়াতে তাদের গোসল ও জানাযা করা হবে।

★পরিশেষে বলবো…
আমাদের প্রিয় শরিফ ওসমান হাদি তিনি আর আমাদের মাঝে নেই,আমরা কামনা করি তিনিও শহিদি মর্যাদা লাভ করবেন,ওসমান হাদির বিদায়ে আমাদের চোখ ভিজে আসে ঠিকই,কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের হৃদয় আশাবাদী। আমরা জানি—শহীদ চলে যান না- তারা কেবল দুনিয়ার ঠিকানা বদলান। ওসমান হাদি আমাদের মাঝে নেই কিন্তু তিনি হারিয়ে যাননি। তিনি আছেন সেই জীবনে- যেখানে মৃত্যু নেই, ক্লান্তি নেই, আছে শুধু রবের সন্তুষ্টি। আল্লাহ তাআলা তাকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমাদেরও সত্যের পথে অবিচল রাখুন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট