কাজী নূরনবী
নওগাঁ প্রতিনিধি:
শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর নামাজ শেষে নওগাঁ শহরের মু্ক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে শহীদ ওসমান বিন হাদির এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ সদর-৫ আসনের জামায়া মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী আব্দুর রাকিব। আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গায়েবানা জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই ওসমান বিন হাদিকে শহীদ হতে হয়েছে। ওসমান বিন হাদি ছিলেন নির্ভীক কন্ঠস্বর।তার অভাব কোনোদিন পূরণ হবে না। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।