শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মনির মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মনির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তিলারপাড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলায় মাদকের একটি বড় চালান নড়িয়া অভিমুখে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নড়িয়া-শরীয়তপুর সড়কে নড়িয়া থানার সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত আনুমানিক ১.৩০মিনিটের দিকে একটি অটোরিক্সায় সন্দেহ হলে গতিরোধ করা হয়। পরে অটো রিক্সায় তল্লাশি চালানো হলে অটোরিকশায় থাকা মনির মিয়ার কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মনির জানান মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নড়িয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।