প্রীতম কুর্মী সুজিত (মৌলভীবাজার) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং লক্ষ্মীপুরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শিশু কন্যা আয়েশার করুণ মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোজ সোমবার (২৩ ডিসেম্বর ২০২৫) শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় সচেতন শ্রীমঙ্গলবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাতে কালো ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, একের পর এক সংখ্যালঘু নির্যাতন ও হত্যার ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যা এবং নিষ্পাপ শিশু আয়েশার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের নৃশংসতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।