অনলাইন প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন স্মরণীয় করে রাখতে দলীয়ভাবে বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে চট্টগ্রাম বিভাগ থেকে রাজধানী ঢাকায় কয়েক লাখ লোকের সমাগম হবে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “চট্টগ্রাম বিভাগের ১০টি ইউনিট থেকে সাত থেকে ১০ লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়।
আজকে (মঙ্গলবার) থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন। দলের পক্ষ থেকে ভাড়া করা বাস, হাইসের পাশাপাশি অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাবেন। ”
শুধু চট্টগ্রাম জেলা থেকে এক লাখের বেশি লোকের ঢাকায় সমাগম হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মীর হেলাল বলেন, “এ ধরনের সাড়া অতীতে আমরা কখনও পাইনি। অন্যান্য সময়ে যে পরিমাণ লোক আমাদের কর্মসূচিতে আসত, তার চেয়ে ১০ গুণ বেশি লোকের সমাগম হতে পারে ২৫ ডিসেম্বর।
”
তিনি বলেন, “তার নির্বাচনি এলাকা হাটহাজারী থেকে একশর বেশি বাস ও ৮৫টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে দলের নেতাকে স্বাগত জানাতে। ”
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “চট্টগ্রাম মহানগর থেকে ১৫ হাজারের বেশি নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা যাচ্ছেন। ইতোমধ্যে অনেকেই ঢাকা পৌঁছে গেছেন। ”
তিনি আরও বলেন, “যাদের ঢাকায় থাকার ব্যবস্থা আছে, তাদের আমরা নিজ দায়িত্বে চলে যেতে বলেছি।
বুধবার (২৪ ডিসেম্বর) যারা যাবেন তাদের জন্য চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে একশটির বেশি বাস, হাইস ভাড়া করা হয়েছে। ”
পাশাপাশি আন্তঃনগর তূর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল ও স্পেশাল ট্রেনে অনেকেই ঢাকা যাবেন বলে জানিয়েছেন নাজিমুর রহমান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, “চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে অন্তত ১৫ হাজার লোক ঢাকায় যাবেন তারেক রহমানকে স্বাগত জানাতে। বিভিন্ন উপজেলা থেকে ইতোমধ্যে বাসা, হাইস ভাড়া করা হয়েছে। আবার অনেকেই ব্যক্তিগত গাড়ি ও ট্রেনেও যাবেন ঢাকায়।
সাংগঠনিকভাবে লোক সমাগমের পাশাপাশি মনোনয়ন পাওয়া নেতা এবং ব্যক্তিগত উদ্যোগেও অনেকে ঢাকা যাবেন। ”
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত আমার কাছে তথ্য আছে, পটিয়া উপজেলা থেকে ১২টি, সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা থেকে ছয়টি, বোয়ালখালী উপজেলা থেকে চারটি বাসে করে লোকজন যাবেন। এর বাইরে আনোয়ারা, বাঁশখালী থেকেও লোকজন যাবে। তাছাড়া কর্ণফুলী উপজেলা থেকে ২০টি, সাতকানিয়া লোহাগাড়া থেকে বাসের পাশাপাশি আটটি হাইস ভাড়া করা হয়েছে দলীয় কর্মীদের ঢাকায় নিতে। ”