হাবিবুর রহমান সুজন।
৩৬ নং সাজেক ইউনিয়নে ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কাশেম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং প্রয়াত ক্রীড়া অনুরাগী কাশেমের স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন বলে জানিয়েছে টুর্নামেন্ট আয়োজক কমিটি।
আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে শুধুমাত্র ৩৬ নং সাজেক ইউনিয়নের আওতাভুক্ত দলগুলো অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করতে হবে এবং কোনো খেলোয়াড় অন্যের নামে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ২ জন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।
নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে সাজেক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। খেলার সময় জার্সি, ট্রাউজার ও বুট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিটি দলকে নিজস্ব ব্যাট ও উইকেটকিপিং গ্লাভস ব্যবহার করতে হবে। ম্যাচ পরিচালনার জন্য বল ও টেপ সরবরাহ করবে টুর্নামেন্ট কমিটি এবং জাম্বো প্লেন বল দিয়ে খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজ মো:বাবুল আরও জানান, মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং অংশগ্রহণের জন্য কোনো এন্ট্রি ফি নির্ধারণ করা হয়নি। আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় ম্যাচ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি।
স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্ট সাজেক ইউনিয়নের ক্রিকেট অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণ প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাশেম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
আয়োজনে,, মো:ইউসুফ আলী বাবুল।