নিজস্ব প্রতিবেদক | সংবাদ এই সময়
টানা তিন দিনের সরকারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে নেমেছে পর্যটকদের ঢল। বছরের এই সময়টাতে পাহাড়ি প্রকৃতির রূপ যেন আরও রঙিন—মেঘ, পাহাড় আর সবুজের মেলবন্ধনে সাজেক আবারও হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের প্রথম পছন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার, বন্ধু ও দম্পতিদের নিয়ে হাজারো পর্যটক ছুটে এসেছেন ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেকে।
পাহাড়ে উৎসবের আমেজ
ছুটির প্রথম দিন থেকেই সাজেক-খাগড়াছড়ি সড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জিপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারে পর্যটকদের আগমন অব্যাহত ছিল। পাহাড়ি পথে চলতে চলতে মেঘের আনাগোনা, হালকা শীতল বাতাস আর সূর্যাস্তের রঙিন দৃশ্য পর্যটকদের মুগ্ধ করেছে। সাজেক ভ্যালি, কংলাক পাহাড়, রুইলুই পাড়া, হ্যালিপ্যাড ও লুসাই ঝর্ণা—সব জায়গাতেই ছিল দর্শনার্থীদের ভিড়।
হোটেল-রিসোর্টে পূর্ণ বুকিং
পর্যটকদের চাপ বাড়ায় সাজেকের প্রায় সব হোটেল, কটেজ ও রিসোর্টে আগাম বুকিং সম্পন্ন হয়েছে। অনেক পর্যটক আগেভাগে বুকিং না পেয়ে পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছেন। হোটেল মালিকদের ভাষ্য, ছুটির এই সময়ে দখলদারিত্ব প্রায় শতভাগ। পর্যটকদের সেবায় বাড়ানো হয়েছে অতিরিক্ত কর্মী ও পরিবহন সুবিধা।
স্থানীয় অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য