বিনোদন প্রতিবেদন
অভিনেত্রী পার্নো মিত্র। ছবি: সংগৃহীত
ভারতের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বড়সড় চর্চার জন্ম দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। বিরোধী শিবির ছেড়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তৃণমূলের ঘনিষ্ঠ এক শীর্ষ নেতা পার্নো মিত্রের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও নির্বাচনের ঠিক আগে কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি এ অভিনেত্রী। তবে টলিউড ইন্ডাস্ট্রির একাংশ এ রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচক বলেই দেখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলায় বিরোধী শিবির এখনো সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। সেই প্রেক্ষাপটেই পার্নোর এ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
পার্নো মিত্রের অভিনয়জীবন শুরু হয় ২০০৭ সালে। রবি ওঝা পরিচালিত ‘খেলা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক। পরে অঞ্জন দত্তের পরিচালনায় ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন।
রাজনীতিতে পার্নোর প্রবেশ ২০১৯ সালে, বিজেপিতে যোগদানের মাধ্যমে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন।
কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উপলক্ষে ‘নৌকাবিহার’ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল পার্নোকে। সেই সময়ের ছবি রাজনীতি ও টলিউড—উভয় মহলেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে বিরোধী শিবিরের প্রবীণ নেতা তথাগত রায় কটাক্ষও করেছিলেন। সব মিলিয়ে, নির্বাচনের আগে পার্নো মিত্রের তৃণমূলে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।