মাহবুব হাসান স্টাফ রিপোর্টার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে একটি পরিবারকে অহেতুক হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ নারাগল গ্রামের এমদাদ শিকদার, ইউনুস শিকদার, কবির শিকদার গংদের সাথে একই বাড়ির আইয়ুব আলী ওরফে বাবুল সিকদার ও তার ভাই মাইনুল শিকদারের সাথে দীর্ঘদিন যাবত তাদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় চলে আসছে মামলা হামলার ঘটনা। বর্তমানে ওই সম্পত্তিতে পাকা ধানের উপর নজর পরে বাবুল ও মাইনুল শিকদার গংদের।ধান কাটতে গেলে বাবুল শিকদার ও বিবাদীদের বাঁধা প্রদান করে ও মামলা হামলার হুমকি দেয়। এমদাদ শিকদার ও ইউনুস শিকদার তারা দাবি করেন,তাদের নিজস্ব সম্পত্তি চাষাবাদ ও রোপণ করতে গেলেই প্রতিবছরই তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে, এবং প্রশাসন দিয়ে হয়রানি করছে। আমরা বর্তমানে তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা প্রশাসনের কাছে সুস্থ সমাধান চেয়ে সুবিচারের দাবী জানিয়েছেন।