জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য নিজ রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।
বিজিবি ও থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় সিপাহী নাসিম উদ্দিন গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) টহলরত ছিলেন। রাত পৌনে ১টার দিকে বিওপির সৈনিক লাইনের পেছনে অবস্থিত এমটি গ্যারেজের পাশ থেকে একটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ পেয়ে নিকটবর্তী টহলদল ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের পেছনে সিপাহী নাসিম উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও বিজিবির প্রাথমিক ধারণা, সিপাহী নাসিম উদ্দিন নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।