জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আক্রান্ত বিএনপি নেতা ইবাদত মোল্লা (৫৫) সরিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি মোহাম্মদ বদিরুদ্দিন মোল্লার ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি কৃষি কাজের সঙ্গে যুক্ত।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামে ইবাদত মোল্লার নিজ বাড়িতে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত গভীর রাতে বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের পর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
শুক্রবার দুপুরে মুঠোফোনে ইবাদত মোল্লা জানান,
“রাত ৩টার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা আমার বাড়িতে বোমা নিক্ষেপ করে। এরপর বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিবার নিয়ে আমরা চরম আতঙ্কে আছি। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করবো।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন,বোমা হামলা ও ভাঙচুরের অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।