1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়কে মানববন্ধন, স্মারকলিপি প্রদান - সংবাদ এইসময়
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়কে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে



জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

‎বগুড়ার শেরপুরে প্রথম আলোর উপজেলা প্রতিনিধি সহ আরও দুই সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সম্মিলিত সাংবাদিক জোটের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শেরপুরের বিভিন্ন প্রেসক্লাবের সংবাদকর্মীরা অংশ নেন।
‎সোমবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। অবিলম্বে মামলায় অন্তর্ভুক্ত তিন সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
‎মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের আগে পেশাগত পরিচয় যাচাই এবং প্রাথমিক তদন্ত নিশ্চিত করার জন্য কার্যকর নির্দেশনার দাবি জানানো হয়।
‎সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়সহ বিভিন্ন সংকটকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের সময়ও শেরপুরের সাংবাদিকরা নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালন করেন। অথচ বর্তমানে সেই সাংবাদিকদের বিরুদ্ধেই হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
‎বক্তারা আরও অভিযোগ করেন, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পরিচয় গোপন করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। তারা বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে স্বাধীন সাংবাদিকতা চরমভাবে বাধাগ্রস্ত হবে।
‎প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট